দেশ, সমাজ, জননী, জন্মভুমি, প্রকৃতিসহ সবকটি বিষয় খুব সহজভাবে কবিতা বইয়ে ফুটিয়ে তুলেছেন কবি মো. নূরুল ইসলাম। তাঁর কবিতা বইগুলোর লেখা মানুষের হ্নদয়ে স্থান করে নিয়েছে। প্রবাসে থেকেও কবি তাঁর লেখনি দিয়ে দেশের কথা, জাতীর কথা খুব সুন্দরভাবে লেখনি দিয়ে কবিতা বই দুটিতে তুলে ধরেছেন। এসব লেখা আগামী প্রজন্মের কাজে লাগবে।.
বক্তারা আরো বলেন, কবি’র এমন ভাবনা সাহিত্য অঙ্গনে চিরস্মরনীয় হয়ে থাকবে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘বুনন প্রকাশন’ আয়োজিত বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী, কবি মো. নুরুল ইসলামের ‘খড়কুটার ঘর ও টিক তোমার মতো’ দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।.
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, বিশিষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ, কবি ওয়াহিদ সারো, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবিদুর রহমান, ‘খড়কুটার ঘর ও টিক তোমার মতো’ দুটি গ্রন্থের লেখক, কবি মো. নূরুল ইসলাম। .
লেখক আহমদ সালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, এনামুল হক, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর, কবি, ছড়াকার মোহাম্মদ বাদশা গাজী, কবি আয়েশা মুন্নি, কবি লুৎফা আহমদ লিলি, বুনন প্রকাশক ও অধ্যাপক খালেদ উদ-দীন। .
অনুষ্ঠানে সূচনা সংঙ্গীত পরিবেশন করেন ইডেন গার্ডেনের প্রভাষক আশরাফুল ইসলাম অনি, স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক শামসুল কিবরিয়া, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। .
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মুকিত, আব্দুল মান্নান, কবি জাকির মোহাম্মদ, সুজিত কুমার দাশ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল কাদির, কবি মিনহাজ ফয়সাল, শিশু সাহিত্যিক জসিম আল-ফাহিম, কবি জেনারুল ইসলাম, কবি সুফি আকবর, সংগঠক মতিউর রহমান, আল-আমিন, নছির আলীসহ সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক লোকজন।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,সিলেট (বিশ্বনাথ):
আপনার মতামত লিখুন: